1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
হেড লাইন
১২৯০ টি ডাস্টবিন বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন সুনামগঞ্জে আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন সুরমা ইউনিয়ন পরিষদের ১১ মেম্বার শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে নয়া ইউএনও’র মতবিনিময় সভা শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বমেক কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী ফাহিমের ত্রান বিতরণ লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার কৃতিত্ব জগন্নাথপুরে বন্যায় সড়কে বিভিন্ন স্থানে ভাঙ্গন মানুষের ভোগান্তি! সাংবাদিক ওমর ফারুক নাঈমকে হুমকি, থানায় জিডি

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচন মূল লড়াইয়ে নুরুল ইসলাম: সুবিধাজনক অবস্থানে তালহা আলম

  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০০ শেয়ার হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় সরব এখন নির্বাচনী এলাকা। আগামী ২৫মে ইভিএম এর মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় যতই ঘনিয়ে আসছে উপজেলার নির্বাচনী এলাকায় প্রার্থী সহ কর্মী সমর্থকদের প্রচার প্রচারণার গতি ততো বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আবদুল কাইয়ূম কামালী (খেজুর গাছ), জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী তালহা আলম (কাপ পিরিজ) ও আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ায়ম্যান হারুন রশীদ (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।

এবারের নির্বাচনে সরকার দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম অপরিচিত মুখ হলেও ব্যক্তি ইমেজ থাকায় মূল লড়াইয়ে নির্বাচনী আলোচনায় তিনি রয়েছেন। তবে গত নির্বাচনে খেজুর গাছ প্রতীক নিয়ে চমক সৃষ্টিকারী প্রার্থী তালহা আলম পরিচিত মুখ হিসেবে এবারের উপ-নির্বাচনে বিভিন্ন কারণে তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তালহা আলমের জন্য যেন মেঘ না চাইতে বৃষ্টি খেলাফত মজলিস ও জমিয়তের একাংশের সমর্থনের পাশাপাশি রাজনৈতিক কারণে আরও কিছু দলের ভোট পাওয়ার সম্ভবনা রয়েছে বলেও শুনা যাচ্ছে। এতে ভোটের হিসেবে নির্বাচনি লড়াইয়ের মূল প্রতিধ্বন্ধিতায় তালহা আলমের শক্ত অবস্থান রয়েছে।

এ দিকে বিগত নির্বাচনের ভোটের হিসেবে এবার এগিয়ে থাকার কথা থাকলেও আসন্ন উপ-নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী আব্দুল কাইয়ূম কামালী মূল প্রতিধ্বন্ধিতায় না থাকার সম্ভবনা বেশি রয়েছে। জমিয়তের এক কেন্দ্রীয় নেতার ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত, প্রার্থী বাচাইয়ে সমন্বয়হীনতা সহ বিভিন্ন বিতর্কিত কারণে বিশ্লেষকরা এবার জমিয়তের প্রার্থীর ভরাডুবির সম্ভবনা দেখছেন। দীর্ঘদিন পর এবার উপ-নির্বাচনে পলীø বন্ধু এরশাদের লাঙ্গল প্রতীক। এক সময় জগন্নাথপুর উপজেলায় লাঙ্গল প্রতীকের উল্লেখযোগ্য ভোট ব্যাংক ছিলো এবং মরহুম এডভোকেট আবু খালেদ চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। হারানো ভোট ফিরে পাওয়ার লড়াইয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান প্রার্থী হলেও প্রচার প্রচারণা মাঠে দেখা যাচ্ছেনা।

এদিকে হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ আনারস প্রতীক নিয়ে উপ-নির্বাচনি মাঠে রয়েছেন। উপজেলায় পরিচিত মুখ হিসেবে হারুন রশীদ শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকতে পারেন বলে সমর্থকরা মনে করেন। জগন্নাথপুর উপজেলা দ্বীতিয়বারের মত ইভিএম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে ভোটের আগ্রহ তেমনটা নেই। একাদিক ভোটাদের সাথে আলাপ করলে তারা বলেন, ইভিএমে ভোট দিতে তাদের বিভিন্ন সমস্যা হয়। এ জন্য ভোট কেন্দ্রে ভোটার উপস্তিতি কম হওয়ার সম্ভবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD