1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন
হেড লাইন
সাংবাদিক শংকর রায়ের মৃত্যতে জগন্নাথপুর বিএনপির শোক প্রকাশ সুনামগঞ্জ হাওরে ন্যায্য মূল্যে ধান কেনার দাবি জনউদ্যোগের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১৪ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের টাউন হল সভা অনুষ্ঠিত তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রচারণা শুরু সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীনের কোম্পানীগঞ্জে শাহীন হত্যার প্রধান আসামি গ্রেফতার সাংবাদিকদের সাথে কানাইঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্র্থী বেলাল আহমদের মতবিনিময় জগন্নাথপুরের কৃষক এনামুল হক এবারও ভূট্রা-ধনিয়া চাষে সফল কোম্পানীগঞ্জে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন কানাইঘাটে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক তাওহীদকে এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন

রাজনগরে অজ্ঞাত নারী লাশের পরিচয় সনাক্ত: ১জন গ্রেফতার

  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৪৯২ শেয়ার হয়েছে

মোঃ তাজুদুর রহমানঃ

গত ৩০ জুন রোজ বুধবার বিকাল অনুমান ৩ টার সময় ধান ক্রয়ের জন্য নগদ ৭০ হাজার -টাকা নিয়ে ভিকটিম রাশেদা বেগম রাজনগরের উদ্দেশ্যে বের হয়ে আসে।

ঐদিন সন্ধ্যা পরে ভিকটিম বাড়ীতে না যাওয়ায় ভিকটিমের বোন  মোবাইল ফোনে কল দিলে ভিকটিম বলে একটু পরে কল দেবো। এরপর থেকে ভিকটিম রাশেদা বেগম এর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই।

সে বাড়ী হইতে বের হওয়ার সময় ২টি গরু বিক্রয়ের নগদ ৭০ হাজার টাকা সাথে নিয়ে ও তার পরনে কালো রংয়ের বোরকা ও লাল সবুজ রংয়ের ছাপানো কামিজ, হলুদ ও সাদা রংয়ের ডোরা চেক পুরাতন সেলোয়ার, দুই কানে সোনালী রংয়ের ২টি দুল পরিহিত ছিল।

পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি অবস্থায় গত ২ জুন রাজনগর থানায় এসে জানতে পারে যে, রাজনগর থানা পুলিশ অজ্ঞাতনামা একটি মহিলার লাশ রাজনগর থানাধীন রাজনগর ইউপিস্থ জনৈক মোবারক এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে সংলগ্ন মাছু গাং  (খালে) একজন অজ্ঞাতনামা কালো বোরকা পরিহিত মহিলা, যার বয়স অনুমান ৩০-৩৫ বছর হবে প্রাপ্ত হইয়া মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়া যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে উপস্থিত হলে তাদের বোনের (ভিকটিম রাশেদা) এর মৃতদেহ এবং তাহার পরিহিত বোরকা ও কামিজ দেখে বোনের লাশ  সনাক্ত করে।

নিহতের আপন বড় ভাই আব্দুল খালিদ (৩৫) পিতা-মৃত ফরাসত মিয়া, সাং-অইয়া, প্রেমবাজার সংলগ্ন, থানা-বালাগঞ্জ, সিলেট বাদী হয়ে রাজনগর থানায় মামলা নং-০৫, তাং-০২/০৬/২০১৮ ইং, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ দায়ের করে।

মামলা দায়েরের পরবর্তী রাজনগর থানা পুলিশ অফিসার ইনচার্জ শ্যামল বনিক এর নেতৃত্বে এসআই/জিয়াউল ইসলাম, এসআই/রাজীব হোসেন, এএসআই/ইমাম হোসাইন সঙ্গীয় ফোর্স সহ চৌকুস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে কমলগঞ্জ থানাধীন পতনউষার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকারী আবারক মিয়া (২২) পিতা-মজমিল মিয়া ওরফে মজ মিয়া, সাং-ছিক্কা, ০৮নং মনসুরনগর ইউপি, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে।

ধৃত আসামী আবারক মিয়া (২২) পুলিশ ও বিজ্ঞ আদালতের সম্মুখে স্বেচ্ছায় স্বীকার করে সেসহ তার সহযোগী আসামী গত  ৩০/০৫/১৮ তারিখ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে ভিকটিম রাশেদা বেগম (৩০)-কে সু-কৌশলে রাজনগর সদর ইউনিয়নাধীন মাছু গাং এর পাড়ে জনৈক মোবারক মিয়ার বাড়ীর পার্শ্বে নিয়ে কূ-প্রস্তাব দেয়।

সে রাজি না হলে উক্ত আসামী সহ তার সহযোগী আসামী ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ পরে উক্ত আসামী সহ তার সহযোগী আসামী ভিকটিমের মুখে চাপ দিয়ে ধরে এবং গলায় শ্বাসরুদ্ধ করে ভিকটিম রাশেদা বেগমকে হত্যা করে।

হত্যা শেষে লাশকে গুম করার উদ্দেশ্যে মৃতদেহের পরনের ওড়না দিয়া পা বাঁধিয়া ভারী কিছু দিয়ে মাছু নদীতে পুতিয়া রাখে। রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মূল আসামী গ্রেফতার সহ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক।

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD