1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
হেড লাইন
১২৯০ টি ডাস্টবিন বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন সুনামগঞ্জে আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন সুরমা ইউনিয়ন পরিষদের ১১ মেম্বার শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে নয়া ইউএনও’র মতবিনিময় সভা শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বমেক কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী ফাহিমের ত্রান বিতরণ লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার কৃতিত্ব জগন্নাথপুরে বন্যায় সড়কে বিভিন্ন স্থানে ভাঙ্গন মানুষের ভোগান্তি! সাংবাদিক ওমর ফারুক নাঈমকে হুমকি, থানায় জিডি

পর্যটন কর্পোরেশনের সদিচ্ছা বদলে দিতে পারে অখ্যাত ব্যাম্বুতল লেক ও চা বাগানের পরিচয়

  • Update Time : শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ১১৫৪ শেয়ার হয়েছে
মোঃ বায়েজিদ হোসেন ::
প্রাকৃতিক সৈীন্দর্য্যের অপরুপ নীলাভুমি মৌলভীবাজার ভ্রমনের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে মাধবকুন্ড জলপ্রপাত ,মাধবপুর লেক,লাউয়াছড়া জাতীয় উদ্যান আর হাকুলুকি হাওরের ছবি কিন্তু এই পরিচিত স্থান গুলি ছাড়াও অসংখ্য লু্কানো নান্দনিক সৈন্দর্য্যে আছে যা এখনও জনসমুক্ষে আসেনি ৷ পর্যটন কর্পোরেশনের সহযোগিতা এবং প্রচারণায় হয়ে উঠতে পারে সরকারের রাজস্বের একেক টি বড় খাত এবং মিটাতে ভ্রমন পিপাসু পর্যটকদের  পিপাসা ৷ এমন ই একটি লুকানো স্হান হল ব্যাম্বুতল লেক ও চা বাগান ৷
অবস্হানঃ
চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ব্যাম্বুতল  লেকটি সত্যি অপূর্ব। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, রাশি রাশি শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে ৷আঁকাবাঁকা পাহাড়ী রাস্তায় আস্তে আস্তে যতই সামনের দিকে আগাবেন ততই ভাল লাগবে। ব্যাম্বুতল লেকের সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়। পাশাপাশি উঁচু উঁচু টিলা। সমতল চা বাগানে গাছের সারি। ব্যাম্বুতল লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আপনাকে আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে ৷ মনে হবে যেন লেক ও চা বাগান আপনাকে হাতছানি দিয়ে ডাকছে৷
কীভাবে যাবেনঃ
ব্যাম্বুতল লেকে যেতে হলে প্রথমে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল আসতে হবে ৷ ঢাকা থেকে রেল ও সড়ক পথে শ্রীমঙ্গল যাওয়া যায়। ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। দুপুর ২টায় প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০টায় ছাড়ে উপবন এক্সপ্রেস।
এছাড়া চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল সোয়া ৮টায় ছাড়ে পাহাড়িকা এক্সপ্রেস। শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টায় ছাড়ে উদয়ন এক্সপ্রেস।
ঢাকার সায়েদাবাদ, কমলাপুর, আরামবাগ থেকে হানিফ, শ্যামলী, মামুন, ইউনিক ইত্যাদি পরিবহনে অথবা কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটগামী ট্রেনে করে শ্রীমঙ্গল এসে নামতে হবে।
তারপর শ্রীমঙ্গল চৌমোহনা থেকে ব্যাম্বুতল লেক। শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার রোডের ভৈরবগঞ্জ বাজার  ব্যক্তিগত গাড়ি কিংবা বাসে অথবা সিএনজি করে এসে এখান থেকে মিরতিংগা রোডে  ১৮নং সেকশনে গিয়েই লেকটি পাওয়া যাবে। আপনি চাইলে শ্রীমঙ্গল  শহর থেকেও সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন।
কোথায় থাকবেনঃ
শ্রীমঙ্গল শহরে বেশ কিছু আধুনিক মানসন্মত   আবাসিক হোটল আছে ৷ ফাইভ স্টার মান সন্মত গ্রান্ড সুলতান টি রির্সোট এবং নিঃসর্গ ইকো কটেজেও থাকতে পারেন ৷
কোথায় খাবেনঃ ব্যাম্বুতলে কোন হোটেল নেই এখানে খাবার জন্য শ্রীমঙ্গল থেকে খাবার সাথে আনতে হবে ৷ তবে শ্রীমঙ্গলে পানসি সহ বেশ কিছু ভাল মান সম্মত রেস্টুরেন্ট আছে খাবার জন্য৷
সরকার এবং পর্যটন কর্পোরেশনের সঠিক সিদ্ধান্ত এই ব্যাম্বুতল লেক ও চা বাগানকে দেশ- বিদেশে করে তুলতে পারে এক পরিচিত ৷এজন্য সরকার পর্যটন কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনকে এক যোগে কাজ করতে হবে ৷

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD