1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
হেড লাইন
১২৯০ টি ডাস্টবিন বিতরণ করেছে ওয়ার্ল্ডভিশন সুনামগঞ্জে আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন সুরমা ইউনিয়ন পরিষদের ১১ মেম্বার শান্তিগঞ্জে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা, টাকা-মোবাইল লুট কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সাথে নয়া ইউএনও’র মতবিনিময় সভা শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বমেক কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী ফাহিমের ত্রান বিতরণ লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তাহমিনার কৃতিত্ব জগন্নাথপুরে বন্যায় সড়কে বিভিন্ন স্থানে ভাঙ্গন মানুষের ভোগান্তি! সাংবাদিক ওমর ফারুক নাঈমকে হুমকি, থানায় জিডি

ঘুরে আসুন অনিন্দ্য সুন্দর পান্থুমাই-লক্ষনছড়া-বিছনাকান্দি

  • Update Time : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
  • ২৫৩৫ শেয়ার হয়েছে

মোঃ বায়েজিদ  হোসেন::

অজানা কে জানা আর নাদেখা কে দেখার কৌতুহল মানুষের স্বভাবজাত প্রবৃত্তি তাই তো মানুষ ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে৷ ভ্রমন পিপাসুদের ঘুরবার পছন্দের তালিকায় সবার উপরে থাকে পাহাড় ,ঝর্না ,নদী এবং সাগর৷ আর পাহাড় ,ঝর্না আর নদী এক একসাথে দেখতে চাইলে চলে আসুন অনিন্দ্য সুন্দর  পান্থুমাই -লক্ষনছড়া-বিছনাকান্দি৷

অবস্থানঃ সিলেট জেলার গোয়াইন ঘাট উপজেলায় অবস্থিত৷

কখন আসবেনঃ ঝর্না এবং নদী দেখার উপযুক্ত সময় হল বর্ষাকাল ৷এসময় নদীতে পানি থাকে এবং ঝর্নার প্রকৃত রুপ দেখা যায় ৷ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপযুক্ত সময়৷

কিভাবে যাবেনঃ এই ভ্রমনটিকে দুইটি ভাগে ভাগ করি তাহলে ভ্রমনকারীদের জন্য সুবিধা হবে৷

**সিলেট গমনঃ সিলেটে আসার জন্য ঢাকার গাবতলী,কল্যানপুর,গাবতলী, মহাখালী, ফকিরাপুল , সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে সকাল থেকে রাত ১২:৩০ পর্যন্ত মামুন, আল মোবারাকা,হানিফ, শ্যামলী,এনা,ইউনিক,গ্রীন লাইন সহ বেশ কয়েকটি এসি ,ননএসি  চেয়ারকোচ সার্ভিস রয়েছে৷ ভাড়া ৪০০-১২৫০ টাকা পর্যন্ত৷চাইলে ট্রেনেও আসতে পারেন৷ দক্ষিনাঞ্চল তথা বরিশাল থেকে রয়েছে সাগরিকা পরিবহন ভাড়া ৭০০-৮০০ টাকা৷ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,যশোর,ঝিনাইদহ,কুষ্টিয়া   থেকে প্রতিদিন রয়েছে আল মোবারকা ,মামুন পরিবহন৷ ভাড়া ৭০০-৮০০ টাকা৷ উত্তরাঞ্চল থেকে রয়েছে মামুন , আল মোবারকা ,রইচ সহ বেশ কয়েকটি সার্ভিস৷ ভাড়া ৭০০-৮০০ টাকা৷

স্পটে গমনঃ দুইটি রুটে আপনি যেতে পারেন স্পটে৷ সিলেট ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে  বাসে চড়ে সারিঘাট ভাড়া পড়বে ৫০ টাকা, সারিঘাট হতে সিএনজি তে গোয়াইন ঘাট ভাড়া৫০-৭০ টাকা এবং গোয়াইন ঘাট হতে সিএনজি তে হাদাড় পাড় ভাড়া ৫০-৭০ টাকা৷আবার সিলেট শহরের আম্বরখানা হতে সরাসরি সিএনজি তে হাদাড় পাড় যেতে পারেন জনপ্রতি ভাড়া ১৫০ টাকা৷রির্জাভ গেলে ভাড়া পড়বে ৮০০-১০০০ টাকা৷ হাদাড় পাড় থেকে ইন্জিন চালিত নৌকা ভাড়া পাওয়া যায়৷ ভাড়া  আলোচনা সাপেক্ষে ১৫০০-২০০০টাকা৷

এরা ভাড়া চাইবে অনেক বেশি ৷আপনাকে অবশ্যই দর কষাকষি করতে হবে৷ আপনাকে অবশ্যই মাঝির সাথে কথা বলে নিতে হবে  তিনটি স্পট দেখানোর ব্যাপারে অনেকে লক্ষণ ছড়া নাও চিনতে পারে তাই আগে আলোচনা করা উত্তম৷ মাঝিকে বলবেন প্রথমে পান্থুমাই যাবার কথা ৷ উপভোগ করতে পারবেন পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা সারি নদীর অসাধারণ সৌন্দর্য্য  ৷ বয়ে চলা নদী ,অদুরে উচু পাহাড় , নদীর পাশের গ্রাম সত্যিই অপূর্ব দৃশ্য৷

পান্থুমাই থেকে ফেরার পথে দেখবেন লক্ষন ছড়া৷ এজন্য নৌকা থেকে নেমে আপনাকে হাটতে হবে প্রায় আধা ঘন্টা লক্ষন ছড়া মুলত ভারতের ভেতরে এখানে যাবার জন্য আপনাকে বিএসএফ ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে৷
লক্ষণ ছড়া থেকে ফিরে চলে আসুন অনিন্দ্য সুন্দর  বিছনাকান্দি ৷ দেখতে পারবেন প্রকৃতির অসাধারন রুপ যা প্রতিটি প্রকৃতি প্রেমীর হৃদয় কাড়ে৷ আপনাকে অবশ্যই সিলেট থেকে  সকাল ৭ টার মধ্যে বের হতে হবে৷

কোথায় খাবেনঃ এখানে এখনও কোন টুরিস্ট প্লান বাস্তবায়ন না হওয়ায় ভাল কোন হোটেল গড়ে ওঠেনি তারপর পাকশি হোটেলে খেতে পারেন৷ যাবার আগে ভাল কেক বিস্কুট নিতে পারেন নৌকাতে খাবার জন্য৷তবে সিলেটে পাবেন খাবার জন্য উন্নত মান সম্মত হোটেল যেমন পানশি ,পড়শি,পাঁচ ভাই ইত্যাদি৷

কোথায় থাকবেনঃ বিছনাকান্দি তে থাকার ব্যবস্থা নেই৷ থাকার জন্য সিলেট ফিরে আসতে হবে৷ সিলেটে পাইবেন মান সম্মত সিঙ্গেল ও ডাবল রুমের এসি নন এসি থাকার জায়গা ৫০০-৬০০ থেকে ৭০০০-৮০০০ পর্যন্ত৷

আজকের স্বদেশ/জিএস/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD