জোরদারকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬মে) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শিকা,জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক )নূরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) কুতুব উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার উপ-পরিচালক এমরান হোসেন,সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস,সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হেকিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সদর উপজেলা সহ-সহকারি পরিচালক ফনীভূষণ তালুকদার। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন,প্রোগ্রাম ম্যানাজার এবিএম শামসুদ্দিন আহমদ।
এছাড়া পরিবার কল্যাণ কেন্দ্রের সমস্যা ও সফলতা তুলে ধরে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন চেয়ারম্যান মকসুদ আলী,কুরবাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বরকত,লক্ষণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ , গৌরারং ইউনিয়ন চেয়ারম্যান ফুল মিয়া। কর্মশালায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে জোরদার করার গুরুত্ব আরোপ করেন।
মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষে কেন্দ্রকে গণমূখী করতে সচেতনতা গড়ে তুলতে আহবান জানান।
এবং বানিজ্যিক হাসপাতালে সিজারিয়ান সেকশনের হার কমবে বলে মত দেন আলোচকরা। কর্মশালায় বক্তারা জরুরী প্রসূতি সেবায় গর্ভবর্তী মা এবং তার পরিবারকে অর্থ সঞ্চয়ের লক্ষে মায়ের ব্যাংক কার্যক্রম চালু করতে উদ্বুদ্ধ করেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply