পঞ্চগড়ে প্রতিনিধি::
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত মিটারের বিল দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে গ্রামের শত শত ভুক্তভোগী গ্রাহক বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।
বিল নিয়ে বিভ্রান্তে পড়ায় রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ক্ষিপ্ত হয়ে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (নেসকো) অফিস ঘেরাও করে তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রাহকদের বিদ্যুৎ অফিসের মিটার রিডার ও দালাল শাহীন মিটার রিডিংয়ের অতিরিক্ত বিদ্যুতের ইউনিট তালিকা দিয়ে পঞ্চগড় অফিস কর্তৃক বিদ্যুৎ বিলের কাগজ এলাকায় বিতরণ করে। এতে করে গ্রামের নিম্ন আয়ের মানুষের মাথায় হাত পড়ে যায়।
বুড়াবুড়ি এলাকার দেলোয়ার হোসেন বলেন, ব্যবহারকৃত বিদ্যুৎ বিলের আনুমানিক ৩০ থেকে ৫০ ইউনিট ব্যবহার হলেও বিদ্যুৎ বিলের অতিরিক্ত দেড়শ থেকে ৩শ পর্যন্ত ইউনিট ব্যবহার অফিসকে দেখায় নেসকোর দালাল ও মিটার রিডার শাহীন। পরে ভুয়া বিল প্রদান করছে পঞ্চগড় নেসকোর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের কাছে বার বার বিলের সমাধান চেয়ে অভিযোগ করা হলেও ব্যবস্থা গ্রহণের আস্বাস দিয়েও কোন সুরাহা পায়নি আমরা। তাই আমরা কোন রাস্তা না পেয়ে ভুক্তভোগীরা অফিস ঘেরাও কর্মসূচী পালন করতে বাধ্য হয়েছি।
আব্দুস সামাদ, আলমগীর হোসেনসক আরো কয়েকজন গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্ত অবস্থায় পড়ে গেছি। সামান্যতম বিদ্যুৎ ব্যবহার করলেও ২০ থেকে ৫০ ইউনিট যেখানে হওয়ার কথা সেখানে মিটার না দেখে ভুয়া বিল করে ৩শ থেকে ৫শ ইউনিট বিপরিতে ১৫শ থেকে ৫হাজার পর্যন্ত বিল দেখানো হচ্ছে।
এ বিষয়ে নেসকোর প্রকৌশলির কাছে বার বার অভিযোগ দিলেও সমাধানের আশ্বাস দিয়ে আসলেও তা সমাধার করছে না তারা।
আগামী এক মাসের মধ্যে ভুক্তভোগী গ্রাহকদের সমস্যা সমাধান করা হবে বলে এ বিষয়ে পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (নেসকো) নির্বাহী প্রকৌশলি হাসনাৎ জামান জানান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply