স্বদেশ ডেস্ক::
ঝিনাইদহের কালীগঞ্জে ছিকার (হাড়ি পাতিল ঝুলিয়ে রাখার ফাঁস বিশেষ) সঙ্গে গলায় ফাঁস লেগে জান্নাতুল (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজেদের ঘরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি কালীগঞ্জ উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আকরাম হোসেন পিকুলের মেয়ে। সে স্থানীয় দুলালমুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
নিহতের প্রতিবেশী আমিন উদ্দীন জানান, দুপুরে খাওয়ার পর বাবার সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। মা বাড়ির পাশে মাঠে ছাগলের ঘাস আনতে যায়। কিছুক্ষণ পর তার বাবাও মেয়েকে ঘরে রেখে বাইরে যায়।
এ সময় মেয়ে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে থাকা ছিকায় দোল খেতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। পরে মা বাড়িতে এসে ঘরে গিয়ে দেখে গলাই ফাঁস লেগে ঝুলে রয়েছে শিশুটি।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ পাঠানো হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply