স্বদেশ ডেস্ক::
ঝিনাইদহে গৃহবধূ শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও আত্বীয় স্বজন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাসীদেবপুর গ্রামে বিক্ষোভ করে বাজারে গিয়ে মানববন্ধন করেছে।
নিহতের পিতা সিরাজ জানান, তিন বছর পূর্বে সদর উপজেলার মথুরাপুর গ্রামের নাসির মন্ডলের ছেলে নয়নের সাথে বড় মেয়ে শাপলার বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর মেয়ে কুপ্রস্তাব দিত। একবার সে বাড়িতে এসে আর যেতে চায় না। পরে তাকে বুঝিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়।
এরপর গত বুধবার শাপলার শ্বাশুরি মেয়ের বাড়ি গেলে শ্বশুর জোরপূর্বক ধর্ষণ করতে গেলে চিৎকার করে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জামাই নয়ন শাপলাকে নির্যাতন করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। প্রতিবেশীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে ডাক্তার। পরে বৃহস্পতিবার রাতে মারা যায় শাপলা।
মহিলা মেম্বর লাকী খাতুন জানান, শাপলা নরম স্বভাবের মেয়ে ছিল। আগেও এমন অত্যাচার করলেও মুখ বুঝে সহ্য করত। লাশটি শনিবার পৌঁছলে গ্রামের লোকজন লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে ও বাসুদেবপুর বাজারে গিয়ে মানববন্ধন করে।
ঝিনাইদহ সদও থানার ওসি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply