1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
হেড লাইন
শান্তিগঞ্জে এম এ মান্নানের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপি ও শিক্ষার্থীদের পৃথক মিছিল সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ কানাইঘাটে লক্ষ লক্ষ টমেটোর চারা উপড়ে ফেলার অভিযোগ: চাষীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি সুনামগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন শান্তিগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীকে মারধর  পাটলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত চাতলবিল জলমহাল নিয়ে দুই পক্ষের উত্তেজনা কোম্পানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৯ সমন্বয়ককে পুলিশে সোপর্দ শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি কানাইঘাট আন-নূর টাওয়ারের নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার

গাইবান্ধা-৩ আসনে ডা. ইউনুস আলী বিজয়ী

  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৭২৩ শেয়ার হয়েছে

স্বদেশ ডেস্ক::

একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলারা খন্দকার ভোট পেয়েছেন ২৪ হাজার ৩৮৫টি। ঘোষিত পুন: তফসিল অনুযায়ী রোববার কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারি তথ্যে জানা গেছে, মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০৪। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭৭০ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৫৩৪। ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৯.১৭ ভাগ।

 

নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা) প্রতীকে নির্বাচনে অংশ নেন। অন্যরা প্রতিদ্বন্দ্বীরা হলেন জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

 

রোববার আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার তার নিজ ভোট কেন্দ্র ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট প্রদান করেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার পলাশবাড়ি টাউন হল মহিলা ভোট কেন্দ্রে এবং জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

 

গাইবান্ধার সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

ওই দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে ২,৫০০ পুলিশ, বিজিবি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

 

সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শুরু থেকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়তে থাকে। দুই একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েনি।

 

তবে ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহতভাবে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

 

সকাল ৮টা ২০ মিনিটে সাদুল্যাপুর উপজেলা সদরে পাইলট বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, দুই একজন করে ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। কেন্দ্রে ভোটারদের কোন লাইন ছিল না। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪ হাজার ৩৩৫ জন।

 

সকাল পৌনে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২১১টি। অপরদিকে সাদুল্যাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার ৩৩২ জন ভোটারের মধ্যে বেলা ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২০০টি। এছাড়া ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গা নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩ হাজার ৮০ জন ভোটারের মধ্যে সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ২৮০ জন।

 

ভাতগ্রাম ইউনিয়নের খোর্দ্দ রহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬০ জন। অপরদিকে ওই ইউনিয়নের টিয়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল পৌনে ১১টা পর্যন্ত ৪ হাজার ৪১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০০ জন। বেলা পৌনে ১২টায় খোর্দ্দ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩২০ জনের।

 

পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২ হাজার ৭২৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে শতকরা ২৩ ভাগ বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার একেএম জাকির হোসেন। ওই উপজেলার সুইগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে বেলা ১টা পর্যন্ত ২ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৫০ জন ভোটার। এ তথ্য জানিয়েছেন, ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজিব আহমেদ।

 

পলাশবাড়ি টাউন হল মহিলা ভোট কেন্দ্রে ৩ হাজার ১০২ জন ভোটারের মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৫ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার শফিউর রহমান চৌধুরী। অপরদিকে পলাশবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরুষ ভোট কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে শতকরা ৩১ ভাগ। জানিয়েছেন প্রিজাইডিং অফিসার নয়ন কুমার চক্রবর্ত্তী।

 

এদিকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৩ হাজার ৭৮৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন শতকরা ৫০ ভাগ। এ তথ্য জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান।

রিটার্নিং অফিসার ও গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন জানান, কোথাও থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জাপা (জাফর) মনোনীত ঐক্যফন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

 

 

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD