1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
হেড লাইন
শাহজালাল মহাবিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কিরাত ও হামদ-নাত প্রতিযোগিতা জামালকে আহবায়ক ও বুলবুলকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে বৃহত্তর তালতলা ব্যবসায়ী ঐক্য পরিষদ গঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের বন্ধ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের সাথে মতবিনিময় তিন দিন ধরে নিখোঁজ আলমপুর গ্রামের লুদু মিয়া সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কোম্পানীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা নতুন পরিষদ গঠন পাইলগাঁও জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে অনুদান প্রদান ও মতবিনিময় সভা বাংলাদেশ নিয়ে আর কোন যড়যন্ত্র সহ্য করা হবেনা – কয়ছর এম আহমেদ কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

কানাইঘাট দনা সীমান্তে বিজিবির হাতে গোপালগঞ্জের দুই ব্যক্তি আটক

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ শেয়ার হয়েছে

কানাইঘাট প্রতিনিধি ঃ
সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকেল আড়াইটার দিকে দনা সীমান্তের ১৩৩৩ মেইন ফিলার হতে বাংলাদেশ সীমান্তের ১৫০ গজ ভিতরে বড়খেওড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাঘ গ্রামের ইসমাইল মোল্লার পুত্র মশিউর রহমান (৪৮) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্মভিলা গ্রামের বাবলু হোসেনের পুত্র লিয়াকত শেখ (৪৫)।
আটকের সময় দুজনের কাছ থেকে ১৬হাজার টাকা ও ভারতীয় ১০ হাজার দুইশত রূপি উদ্ধার করে বিজিবি।
কানাইঘাট সোনারখেওড় বিজিবি ক্যাম্পের হাবিলদার জুয়েল জানান, শুক্রবার দনা সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি সদস্যরা মশিউর রহমান ও লিয়াকত শেখকে আটক করে। তাদের বিরূদ্ধে অবৈধভাবে ভারতে চেষ্টার ঘটনায় বিজিবি বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করছে।
এদিকে আটকের পর দুজনকে বিজিবি সদস্যরা কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বিজিবির হাতে আটক মশিউর রহমান ও লিয়াকত শেখ এর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে আটককৃত মশিউর ও লিয়াকত শেখ জানান, তারা কোন অপরাধী নন। দীর্ঘ কয়েক বছর থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়ে আসাম রাজ্যে ফেরি করে হকারি ব্যবসা করতেন তারা।
লিয়াকত শেখ বলেন, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার রাতে সে কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় এসে পূর্বের কথাবার্তা অনুযায়ী দালালের মাধ্যমে ভারতে যাওয়ার কথা ছিল। তারমধ্যে ঐ দালালের মাধ্যমে মশিউর রহমান সহ সে শুক্রবার ভারতে যাওয়ার কথা থাকলেও দালাল কৌশলে তাদেরকে বিজিবির হাতে ধরিয়ে দেয়।
আটকৃত মশিউর নিজেকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে দাবী করেন। তবে কেন তারা কানাইঘাট দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে যাওয়া চেষ্টা করেছিল তা খতিয়ে দেখছে বিজিবি ও থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD