1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
হেড লাইন
চতুলবাসীর ভালোবাসার প্রতিদান দিতে চাই চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান বাহার বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সাতগাঁও বাজারের নির্বাচনী সভায় দিলীপ বর্মন : সন্ত্রাসমুক্ত সম্প্রীতিময় বিশ্বম্ভরপুর গঠনে ঘোড়া মার্কায় ভোট দিন হীড বাংলাদেশের আয়োজনে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতায় নবীগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে জগন্নাথপুরের মহিলা নিহত কমলগঞ্জ উপজেলায় এই প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী গীতা রানীকানু মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন ৭ দিনের জন্য স্থগিত জগন্নাথপুরে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বাদাম চাষ বাম্পার ফলনের প্রত্যাশা মৌলভীবাজার খলিলপুর ইউনিয়নে ভোটের আড়াই বছর পর বিজয়ী হলেন পরাজিত প্রার্থী জগন্নাথপুর উপজেলায় চিনা বাদাম প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

জগন্নাথপুরে চুরি হওয়া টমটম উদ্ধার: দুই চোর গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৯০ শেয়ার হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি হওয়া টমটম উদ্ধার করে দুই চোরকে গ্রেফতার করেছে করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শনিবার (২৭ এপ্রিল) রানীগঞ্জ ইউনিয়নের মো. উকিল আলীর ছেলে মো. রামিম আহমদ(১৬) উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত টমটম নিয়ে রানীগঞ্জের উদ্যোশে যাত্রা করে। পথে মধ্যে গন্ধর্বপুর গ্রামের মরহুম হাজী ইছাকুর রহমানের বাড়ির পাশে আসলে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক গাড়ি থামাতে বলে। অটোরিক্সার চালাক মো. রামিম আহমদ (১৬) গাড়িটি থামানোর সাথে সাথেই রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক গাড়িতে থাকা তিনজন লোকদের তার হাতে থাকা ধারালো চাকু বের করে মো: রামিম আহমদের গলায় ধরে ভয় দেখিয়ে তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে তার হাত পা বেঁধে এলোপাতাড়ি মারপিট করে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেয় এবং চিৎকার করতে নিষেধ করে।

তখন অটোরিক্সার চালক মো. রামিম আহমদ ভয়ে চুপ থাকার সুবাধে অজ্ঞাতনামা ৪জন আসামী ব্যাটারি চালিত অটোরিক্সাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে কলকলিয়া ইউনিয়নের গিরগাঁও গ্রামের মৃত রইছ আলীর ছেলে আলী লিটন(৩৯) অভিযোগ দায়ের করলে। থানার এসআই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযানে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের আরিফ উল্লাহের ছেলে মো. আলেক মিয়া (২২) ও আরেক শিশু অপরাধিকে গ্রেফতার করে। পরে শিশুর হেফাজতে থেকে ছিনতাইকৃত ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনজার্চ মো. আমিনুল ইসলাম জানান, চুরি হওয়া টমটম উদ্ধার করে দুই চোরকে গ্রেফতার করেছে করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD