সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট গ্রামে মেরিট একাডেমি এন্ড হাইস্কুলের উন্নয়নে তিন লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় মেরিট একাডেমি এন্ড হাইস্কুলের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মেরিট একাডেমি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সমাজসেবক আওয়ামীলীগ নেতা এরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস,আসাদুজ্জামান সেন্টু,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমল কান্তি কর,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল,জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে,মইনপুর নিবাসী ছায়াদ মিয়া,শওকত আলী ও সুরমা ইউপি সদস্যা তানজিনা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মেরিট একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাদিকুর রহমান বলেন, স্থানীয় সমাজসেবক মইনপুর নিবাসী এরন মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ২০০৬ সালে প্রতিষ্ঠানটির জন্ম হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ১০ জন শিক্ষক কর্মরত আছেন। অধ্যয়ন করে যাচ্ছে ৩৫০ জন শিক্ষার্থী। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন,অজোপাড়াগায়ে সুবিধাবঞ্চিত তৃণমূলের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজের জায়গায় ও নিজস্ব অর্থায়নে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে সমাজসেবক এরন মিয়া শিক্ষাবিস্তারে যে ভূমিকা পালন করেছেন সেজন্য আজীবন এলাকাবাসী তাকে স্মরণ রাখবেন। তিনি বিদ্যালয়টির উন্নয়নে সবসময় সহযোগীতা অব্যাহত রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন।
Leave a Reply