বিশেষ প্রতিনিধি::
লন্ডননস্ত সোনারগাঁও রেষ্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চিলাউড়াবাসীর উদ্যোগে (জগন্নাথপুর উপজেলায় )চিলাউড়া কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো -আনয়োর হোসেন, পরিচালনা করেন সাবেক ছাএনেতা মোঃ আব্দুর রব , সভায় যুক্তরাজ্যে অবস্তানরত চিলাউড়াবাসীদের ও দেশ বিদেশের চিলাউড়াবাসীদের নিয়ে গ্রামের কলেজ সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম ও সবাইকে ঐক্যবদ্দ করার লক্ষ্যে বক্তব্য রাখেন, মোতাহার হোসেন, তারা মিয়া, ইয়াওর সাদিক, হাজী আব্দুস সহিদ খান, মো আলী হোসেন, সিরাজ লস্কর, আব্দুল জলিল, হুমাযুন রশিদ মামুন, সাজ্জাদ উল্ল্যাহ ছাত্তার, মোঃ নূর মিয়া, মো আকলিছ খান, মো. ময়না মিয়া, মোঃ হিরা মেম্বার, আতাউর রহমান, মোঃ ফটিক মিয়া, হিরন মিয়া, লাহিন আকরাম, শাহিন উদ্দীন, হাবিবুর রহমান, আক্তার হোসেন, ফয়ছল আহমদ, আবুল কালাম, জুনেদ আহমদ, আমির হামজা, জুবেদুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের গ্রামে একটি হাই স্কুল ও দুটি দাখিল মাদ্রাসা থেকে প্রত্যেক বছর ২০০ ছাত্রছাত্রী দাখিল ও ম্যাট্রিক পাস করার পর ইউনিয়নে কলেজ না থাকায় জগন্নাথপুর কলেজে আসতে অনেক খরচ হয় বিধায় তারা পড়ালেখা থেকে চিটকে পরে।তাদের পড়ালেখার ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।তাই ইউনিয়নের যারা দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আপনাদের সবার সহযোগিতায় আমরা কলেজ প্রতিষ্ঠা করতে চাই।
Leave a Reply