পঞ্চগড় প্রতিনিধি :
“বয়সের সমতার পথে যাত্রা” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী রেজিয়া ইসলামসহ প্রবীণরা অংশ নেন। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজকের স্বদেশ/এবি
Leave a Reply