পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ে ৫ দিন ব্যাপি বিউটিফিকেশন কোর্স শুরু হয়েছে। বেকার যুব নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই প্রশিক্ষণ কোর্স।
রোববার দুপুরে সদর উপজেলার হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কমকর্তা আওলাদ হোসেন।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)র সহায়তায় এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। প্রকল্পটির বাস্তবায়ন করছে উপজেলা যুব উন্নয়ন কেন্দ্র। প্রশিক্ষণে ২৫ জন বেকার যুব নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষন দিচ্ছেন বিউটিশিয়ান রাবেয়া সামছি রেমী। আগামী ৩ অক্টোবর প্রশিক্ষণ কোর্স শেষ হবে।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply