পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৪ মাদক পাচরকারীকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বোদা থানার পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোদা বাসষ্ট্যান ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আক্কাস আলীর ছেলে কবির (৩২), নবাবগঞ্জ জেলার মৃত শাহ উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২১), বরগুনা জেলার আব্দুস সোবহানের ছেলে পান্না (৩০) বরগুনা জেলার একই এলাকার মৃত শের আলীর ছেলে মাহাবুব (৩৮)।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানান ৪ মাদক পাচারকারীকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply