পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লিসা হত্যার অভিযুক্ত প্রধান আসামী আয়নাম নাকিব সাদ (১৫) পঞ্চগড় জেলা দায়রাজজ আদালতে আত্নসমর্পন করেছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা দায়রাজজ বিচারক জালাল উদ্দীন আহম্মেদের আদালতর গিয়ে আত্নসমর্পন করে। শুনানী শেষে বিচারক ওই আসামীকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
জেলার আটোয়ারী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সামাদ লিসা (১৪) কে অপহরণের পর হত্যা করে পুকুরে ফেলে দেয়।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলের মধ্যে লিসাকে একটা কিছু করার লিসার বাড়িতে গিয়ে হুমকি দেয় সাদ। এরপর সন্ধা থেকে নিখোঁজ ছিল লিসা।
পরে ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে লিসার লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে বাদি হয়ে ৩ কিশোরকে আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করে লিসার বাবা আব্দুস সামাদ।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply