পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড় সদর উপজেলার মাধ্যমিক স্তরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে (সেসিপ) থেকে প্রদত্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণের অনুষ্ঠান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক প্রমুখ। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ১ হাজার ১৮ ধরণের নানা বৈজ্ঞানিক যন্ত্রাংশ তুলে দেয়া হয়।
আজকের স্বদেশ/তালুকদার
Leave a Reply