পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুর থেকে সাদিয়া সামাদ লিসা (১৪) নামে এক ৮ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার ছোটদাপ এলাকায় পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। লিসা ছোটদাপ এলাকার আব্দুস সামাদের মেয়ে সে আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা থেকে লিসাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে স্থানীয়রা লিসার লাশ বাড়ীর পাশ্বে পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের মর্গে প্রেরণ করে। তবে পরিবারের দাবি পরিকল্পিত ভাবে লিসাকে হত্যা করা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের রির্পোর্ট পেলে ঘটনাটি জানা যাবে। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply