পঞ্চগড় প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডে বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক নাকচ করায় সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড প্রদান সহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মহাসড়কে এই কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা ৭ দফা দাবি তুলে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। এবং তাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে ঘোষনা দেন। মনববন্ধনে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি আইয়ুব আলী প্রধান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল হক মনির প্রমূখ।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply