পঞ্চগড় প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেছেন,এদেশের জনগণ দুর্নীতি থেকে দুরে থাকবে সুশাসনের মধ্যে থাকবে এবং মানবিক মুলবোধ গুলো তাদের মধ্যে চর্চা হবে। তারা মন মানসিকতায় অনেক উন্নত হবে আলোকিত মানুষ হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের সমাবেশে এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরো বলেন,আমরা আলোকিত মানুষ দেখতে চাই। যে মানুষগুলো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে অনেক দুরে।
এসময় বক্তব্য রাখেন,আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাছান, জেলা শিক্ষা অফিসার হিমাংশু কুমার রায়,আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,আটোয়ারী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী প্রমুখ। সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply