
পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শালবাহান বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সাদিয়া (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে উপজেলার শালবাহান বাজার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাদিয়া জুগিগছ এলাকার ইসরাফিল ইসলামের মেয়ে। স্থানীয়ররা জানায়, সাদিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া। ঘটনার পর পরেই বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটির আগুন নিয়ন্ত্রণে আনে।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
আজকের স্বদেশ /তালুকদার
Leave a Reply