পঞ্চগড় প্রতিনিধি::
পঞ্চগড়ের সদর উপজেলার আমলাহার বাজার সংনলগ্ন মধুসুদনের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষক মাসুদকে মারপিঠসহ লাঞ্চিত করেছে ওই এলাকার অালিমুল ও তার স্ত্রী মমতাজ বেগম।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানায় সোমবার সকালে অামলাহার বাজার সংলগ্ন মধুসুদনের বাড়ীতে শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষা নিয়ে অালোচনা করার সময় ওই এলাকার দাঙ্গাবাজ আলিমুল ও তার স্ত্রী মমমতাজ ওই বাড়িতে ঢুকে শিক্ষক মাসুদ রানাকে মারপিঠসহ লাঞ্চিত করে মাসুদ রানার কাছে পেন্টের পকেটে থাকা দুই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়।
এসময় শিক্ষর্থীরা এগিয়ে অাসলে ওই দম্পতি শিক্ষর্থীদের ধাক্কা মেরে পালিয়ে যায়। মাসুদ রানা কান্না জড়িত কণ্ঠে বলেন সকালে শিক্ষার্থীদের পড়াচ্ছিলাম, হঠাৎ আলিমুল ও তার স্ত্রী মমতাজ ঘড়ে ঢকে শিক্ষার্থীদের সামনে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে হঠাৎ মারপিঠ করতে থাকে টাকা ও মমোবাইল ছিনিয়ে নেয়। স্কুলে পড়তে যাওয়া শিক্ষার্থীরা জানান আমাদের সামনে স্যারকে মারধর করছিল আমরা এগিয়ে গেলে আলিমুল ও তার স্ত্রী মমতাজ পালিয়ে যায়।
তাৎক্ষনিক আমি স্থানীয় এলাকাবাসি ও ইউপি সদস্য আবু তাহেরকে জানাই। আমি আমার ছিনিয়ে নেয়া দুই লক্ষ টাকা ও মোবাইল ফেরৎসহ আলিমুল ও তার স্ত্রী মমতাজ বেগমের শ্বাস্তি চাই।
এব্যপারে আলিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান তিন বছর আগের ঘটনা আমার ভাতিজির বিয়ে ভেঙ্গে দেয়ার কারনে আমি ও আমার স্ত্রী সেখানে গিয়ে মাসুদকে মারধর করি।
এ বিষয়ে ইউপি সদস্য আবু তাহের জানান একটি ঘটনা ঘটেছে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহা করার চেস্ঠা করছি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply