আজকের স্বদেশ ডেস্ক::
ঝিনাইদহের কালীগঞ্জের থানা রোডের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২টার দিকে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন যশোর জেলার সাতমাইল এলাকার হৈবতপুর গ্রামের যুগল দেবনাথের ছেলে শৈলেন দেবনাথ ও তার স্ত্রী রেবা রানী। শৈলেন দেবনাথ পেশায় কাঁচামাল ব্যবসায়ী। তিনি কালীগঞ্জের থানা রোডে অবস্থিত কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে মোদাচ্ছের হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশের ধারণা স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিহত শৈলেন দেবনাথের স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সাথে বিয়ে হয়। রেবা রানী তার দ্বিতীয় স্ত্রী। অপরদিকে রেবা রানীরও আগে অন্যত্র বিয়ে হয়েছিল। তিনিও শৈলেনের দ্বিতীয় স্বামী। এরপর তারা কালীগঞ্জের ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, নিহত দম্পতিকে প্রতিবেশিরা সকাল থেকে ডাকাডাকি করেন। কিন্তু তাদের ডাকে সাড়া না পেয়ে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। দুপুর ২ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিয়ে ঘরের দরজা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করে পুলিশ। তারা প্রবেশ করে দেখতে পান রুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ী শৈলেন ঝুলে আছে। আর স্ত্রীর মৃতদেহ পড়ে আছে খাটের উপর।
ওসি ধারণা করে আরো বলেন, পারিবারিক কলহে মঙ্গলবার রাতের যেকোনো সময় ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর শৈলেন আত্মহত্যা করেছে। পুলিশ লাশ দুই টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।
অপরদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসাসুজ্জামান।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply