1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
হেড লাইন
কমলগঞ্জে মায়ের উপর অভিমানে কিশোরের আত্মহত্যা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক সিএনজি মুখামুখি সংঘর্ষে নিহত-২ সাংবাদিক শংকর রায়ের মৃত্যতে জগন্নাথপুর বিএনপির শোক প্রকাশ সুনামগঞ্জ হাওরে ন্যায্য মূল্যে ধান কেনার দাবি জনউদ্যোগের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ ১৪ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের টাউন হল সভা অনুষ্ঠিত তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিক প্রচারণা শুরু সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীনের কোম্পানীগঞ্জে শাহীন হত্যার প্রধান আসামি গ্রেফতার সাংবাদিকদের সাথে কানাইঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্র্থী বেলাল আহমদের মতবিনিময় জগন্নাথপুরের কৃষক এনামুল হক এবারও ভূট্রা-ধনিয়া চাষে সফল

হাওর রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি-ছাতকে দুশ্চিন্তায় হাওর অঞ্চলের কৃষক

  • Update Time : সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৯৭ শেয়ার হয়েছে

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে হওরের বোরো ফসল রক্ষার জন্য গঠিত কোন (পিআইসি) হাওর রক্ষা বাঁধের কাজ এখনও শেষ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক দেয়া বাঁধের কাজের সময়সীমা শেষ হতে আর মাত্র ৩দিন বাকি।

 

নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। পাউবো গত ১৭ জানুয়ারী থেকে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করে চলতি মাসের ২৮ ফেব্রুয়ারীর মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও কোন পিআইসি’র কাজ শেষ হয়নি।

 

 

মোট ৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) বাঁধের কাজের মধ্যে ৬৫ থেকে ৭০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সার্বিক পরিস্থিতিতে অকাল বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে হাওরের বোরো ফসল ঘরে তোলা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন হাওর অঞ্চলের শত শত কৃষক পরিবার।

 

 

কাজের অনিয়মের অভিযোগে ১নং পিআইসি’র সভাপতি আব্দুর রশিদকে গত শনিবার রাতে আটক করে পুলিশ। পরদিন রোববার ইউএনও’র নির্দেশে মুছলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

 

 

জানা যায়, নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কারে ৩টি, জাউয়াবাজারের ২টি ও চরমহল্লা ও সিংচাপইড় ইউনিয়নের ১টি করে পিআইসি গঠন করা হয়।

 

নোয়ারাই ইউপির নাইন্দার হাওরের ১নং পিআইসি’র কাজের জন্য ১৬লাখ ১৯হাজার, একই ইউপির ২নং পিআইসি’র কাজের জন্য ১৭লাখ ৫হাজার, একই ইউপির ৩নং পিআইস’র মির্জা খালের কাজের জন্য ৭লাখ ৪৫হাজার, জাউয়াবাজার ইউপির ৪নং পিআইসি’র ডেকার হাওরের মাছুখাল কাজের জন্য ২৪লাখ ৮৮হাজার,

 

 

একই ইউপির ৫নং পিআইসি’র ডেকার হাওরের তারাপুর খাল কাজের জন্য ১৭লাখ ১২হাজার, চরমহল্লা ইউপির ৬নং পিআইসি’র একই হাওরের ডুবন্ত বাঁধের কাজের জন্য ১৭লাখ ৮৫হাজার এবং সিংচাপইড় ইউপির

 

 

৭নং পিআইসি’র চাউলির হাওর ও সিরাজগঞ্জ খালের মুখ বন্ধকরন ও মেরামত কাজের জন্য ৪লাখ ২৩হাজার টাকাসহ মোট ১ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

উপজেলার সবচেয়ে বড় নাইন্দার হাওরে পিআইসি’র বাঁধের কাজ দেখতে চলতি সপ্তাহে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান সরেজমিন পরিদর্শন করেন। এসময় ডিআইজি হাওর রক্ষা বাঁধের কাজের ধরণ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। এখানে ১নং পিআইসি’র অধীনে বাঁধের কাজ এখনও শেষ করা যায়নি। বাঁধের মাঠি ভরাট ও মেরামত কাজে শ্রমিক সংকটের কারনে কাজের ধীরগতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

 

 

 

১নং পিআইসি’র কমিটির সভাপতি কচুদাইড় গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাশিদ বলেন, বাঁধের ত্রুটি দ্রুতই সংশোধন করা হবে এবং মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আশা করছি বাঁধের অবশিষ্ট কাজ শেষ হবে। আরও বেশী শ্রমিক নিয়োগ দিয়ে কাজ শেষ করা হবে।

 

 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভানু জয় দাস বলেন, সব গুলো পিআইসি’র কাজ দ্রুত এগিয়ে চলছে। ৭টি পিআইসি’র মধ্যে গড়ে কাজ হয়েছে ৬৫ভাগ।

 

 

ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবেদা আফসারী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওর রক্ষা বাঁধের কাজ চলছে এবং কাজে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এ ব্যাপারে গাফিলতি হলে কাউকে ছাড় দেয়া হবে।

 

 

 

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD