আজকের স্বদেশ ডেস্ক::
ঝিনাইদহের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৫), কালীগঞ্জের আড়পাড়া গ্রামের মসলেম উদ্দীনের ছেলে শামছুজ্জামান রিকু (৩৫) ও পুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নছিমন চালক খাইরুল ইসলাম (২৭)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বুধবার সকালে নলডাঙ্গা বাজার থেকে দুই জন যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ শহরের যাচ্ছিল। পথে নলডাঙ্গা সড়কের দরবেশ মিয়ার চাতালের সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় চালক খাইরুল ইসলাম।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন স্যানেটারি ব্যবসায়ী শামছুজ্জামান রিকু। এ সময় তিনি বারোবাজার থেকে কালীগঞ্জ শহরে ফিরছিলেন।
এছাড়া নতুন মোটর সাইকেল কিনে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন আলী হোসেন। কালীগঞ্জের মহমুদপুর বটতলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই নিহত হন
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply