পঞ্চগড় প্রতিনিধি :
“আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই পতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধ দিবস- ২০১৮ পালিত হয়েছে ।
রবিবার (৯ ডিসেম্বর) সকালে শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসড়কের সামনে মানববন্ধনের মাধ্যমে এই দিবস পালন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পঞ্চগড় ও জেলা প্রশাসনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম, জেলা দুর্নীতিদমন কমিশনের সাধারণ সম্পাদক আক্তারুন্নাহার শাকি, সভাপতি আবু জাকের প্রমুখ। মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা দুর্নীতিবিরোধ দিবস উপলক্ষে সকলের উদ্দেশ্যে বলেন , আমরা নিজেও দুর্নীতি করবো না, অন্যকে করতেও দিব না।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply