পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগের একটা বড় অংশ। সোমবার (১৯ নভেম্বর) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তারা পঞ্চগড়-১ আসনে মহাজোটের অন্য কোন দলের প্রার্থীকে এবার মনোনয়ন না দেয়া দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টি প্রার্থী আবু সালেককে মহাজোট থেকে মনোনয়ন দেয়া হয়। আওয়ামীলীগের প্রার্থী মজাহারুল হক প্রধান দলীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এদিকে ওই নির্বাচনে মহাজোটের বিদ্রোহী প্রার্থী জাসদের নাজমুল হক প্রধান তার প্রতিদ্বন্দ্বিতা করে। মহাজোটের প্রার্থী আবু সালেক জাসদের প্রার্থী নাজমুল হক প্রধানের কাছে পরাজিত হয়। দীর্ঘ ৫ বছর পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য না থাকায় তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এমনকি তারা পঞ্চগড়-১ আসনের বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধানের বিরুদ্ধে স্বজনপ্রিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন সংবাদ সম্মেলনে। এবার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করায় এই আসনে আওয়ামীলীগের কোন বিকল্প নেই বলে জানান তারা। পঞ্চগড়-১ আসনটি দীর্ঘদিন পর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেভিওয়েট প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে আওয়ামীলীগকে উপহার দেয় আওয়ামীলীগের প্রার্থী মজাহারুল হক প্রধান। এর আগে কোন আওয়ামীলীগ প্রার্থী এই আসনে জয়ী হতে পারেনি। এবারও তারা মজাহারুল হক প্রধানকে এই আসনে মনোনয়ন দেয়ার দাবি জানান। বিএনপি নির্বাচনে আসায় এই আসনে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থীকে মনোনয়ন আসনটি মহাজোটের হাতছাড়া হবে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইন বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব জানান, পঞ্চগড়ে জাসদের সমর্থক দুই শতাংশ আর জাতীয় পার্টির সমর্থক ১০ শতাংশ সমর্থক। তাই তাদের প্রার্থী এখানে মনোনয়ন দেয়ার কথা চিন্তা করাও ঠিক না। কারণ এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সাথে। আমরা চাই যে ব্যক্তিটি আওয়ামীলীগের জন্য কাজ করে আসছে এবং পঞ্চগড়-১ আসনটি আওয়ামীলীগকে উপহার দিয়েছে তাকেই আবার মনোনয়ন দেয়া হোক।
গত পাঁচ বছর এই আসনে আমাদের দলীয় সংসদ সদস্য না থাকায় আমরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হয়েছি। জাসদের সাংসদ এই সুযোগে ব্যাপক অনিয়ম করেছে আর স্বজনপ্রিতি করেছে। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক জানান, গত সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মজাহারুল হক প্রধানকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা চাই এবার যেন মহাজোটের প্রার্থী হিসেবে অন্য কোন দলের প্রার্থীকে মনোনয়ন না দেয়া হয়। এই আসনটি আওয়ামীলীগকে উপহার দিতে পারে একমাত্র মজাহারুল হক প্রধান।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্বাস আলী জানান, আমরা জেনেছি পঞ্চগড়-১ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী দেয়া হচ্ছে। তাই এখানে আওয়ামীলীগের প্রার্থী ছাড়া বিকল্প নেই।
আজকের স্বদেশ/আবু বকর
Leave a Reply