আজকের স্বদেশ ডেস্ক::
পঞ্চগড়ে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম দুলাল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বোদা উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, মাইক্রোযোগে চিকিৎসার জন্য রংপুর যাওয়ার সময় বোদা বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা রং সাইটের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদেরকে বোদা সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে নিহত ঘোষণা করেন। আহতদের বোদা স্বাস্থ্য কমপ্রেক্স ভর্তি করা হয়েছে।
মির্জা আবুল কালাম দুলাল মুক্তিযোদ্ধা কমান্ডারের পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট পঞ্চগড় জেলা শাখার সভাপতি ছিলেন। গতকাল রাতে ভূমিজের আয়োজনে আন্তর্জাতিক নাট্য উৎসবের আহ্বায়ক নির্বাচিত হন তিনি।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply