পঞ্চগড় প্রতিনিধি :
‘যুবদের জন্য নিরাপদ স্থান’ এই স্লোগানে পালিত হল বিশ্ব যুব দিবস। দিবসটি উপলক্ষে একটি বণার্ঢ র্যালি বের করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বণার্ঢ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে একই জায়গায় এসে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
রোববার (১২ আগষ্ট) একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অঙ্গিকার মহিলা সমাজ উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম আকতার, ডেপুটিকো-অডিনেটর মোস্তফা কামাল,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ,অঙ্গিকার মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক মালেকা ইয়াসমিন প্রমুখ।
সদর উপজেলার হাড়িভাষা ও হাফিজাবাদ ইউনিয়নের সদ্যবিলুপ্ত ছিটমহলে অত্যাধুনিক যুব ডিজিটাল ক্লাব প্রতিষ্ঠাকরণ প্রকল্পের আওতায় যুব দিবস উপলক্ষে স্কুল কলেজ ক্যাম্পেইন এবং যৌতুক ও বাল্য বিবাহের উপর নাটক অনুষ্ঠিত হয়।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply