পঞ্চগড় প্রতিনিধিঃ
“ ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন, ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ট্রাফিক সপ্তাহ শুরু হওয়া অভিযান অব্যাহত রয়েছে।
এ অভিযান রোববার (১২ আগষ্ট) ৬ষ্ঠ দিন অতিবাহিত হলেও পর্যায়ক্রমে অভিযান চলবেই। পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ এর নির্দেশে পঞ্চগড় সদর ট্রাফিক অফিস এ অভিযান পরিচালনা করছে। শহরের মিনা বাজার ও শেরে বাংলা পার্কের সামনে ট্রাফিকের অভিযান পরিচালিত হয়।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স,হেলমেট, গাড়ির রেজিষ্ট্রেশন, ইন্সুরেন্স না থাকায় শতাধিক গাড়ি চালকদের নামে মামলা দিয়ে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পঞ্চগড় সদর ট্রাফিক অফিসের পুলিশ পরিদর্শক( ট্রাফিক) মুনীর আহম্মদ আজকের স্বদেশকে জানান পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ এর নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।যে সমস্ত গাড়ির কাগজ পত্র নেই তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply