পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজদিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মাদকের ভয়াবহ গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতেই এই আয়োজন করে স্থানীয় জনপ্রতিনিধিরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর থানার ওসি রবিউল হাসান সরকার, কামাত কাজল দিঘি ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মতবিনিময়সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে একটি মাদক বিরোধী র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply