পঞ্চগড় প্রতিনিধি::
নানা আয়োজনে পালিত হয়েছে পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবস। বুধবার (১১ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালিতে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদ উল্লাহ লুপম, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর প্রমুখ।
আজকের স্বদেশ/তুহিন
Leave a Reply