1. abubakarpressjp@gmail.com : Md Abu bakar : Md Abubakar bakar
  2. sharuarpress@gmail.com : admin520 : Md Gulam sharuar
  3. : alamin328 :
  4. jewela471@gmail.com : Jewel Ahmed : Jewel Ahmed
  5. ajkershodesh@gmail.com : Mdg sharuar : Mdg sharuar
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
হেড লাইন
জগন্নাথপুরে পুলিশের ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ অভিযানে জেলা ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে প্রাণ গেল চাচার পাইলগাঁও ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন সুনামগঞ্জে ব্রি ধান ১০০ চাষাবাদের লক্ষ্যে কৃষকদের সাথে মাঠ দিবস পালিত শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত, আহত বৃদ্ধ জগন্নাথপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৩ শান্তিগঞ্জে পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কামারখাল উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঔষধ-জনবল সংকট, রোগীদের ভোগান্তি জমিয়তে উলামায়ের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তামিম আহমদ এর মতবিনিময় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির বিক্ষোভ মিছিল

ভোলাগঞ্জ হতে পারে দেশের সেরা পর্যটন স্পট

  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ১০৮৫ শেয়ার হয়েছে
Exif_JPEG_420
আকবর রেদওয়ান মনা,কোম্পানীগঞ্জ ( সিলেট) প্রতিনিধি::
যতদূর দৃষ্টি যায় দুদিকে সাদাপাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, পাহাড়ে মেঘের আলিঙ্গন এযেন প্রকৃতির এক স্বর্গরাজ্য। এমনি নয়নাভিরাম দৃশ্য দেখতে আপনি আসতে পারেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জিরো পয়েন্টে,স্থানীয়ভাবে যেটি “সাদা পাথর” নামে পরিচিত।
এই ঈদে দেশী বিদেশী পর্যটকদের পদচারণায় মুখরিত ভোলাগঞ্জের জিরো পয়েন্টের সাদাপাথর। যাহারা সিলেট বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে দেখতে ক্লান্ত হয়ে পরেছেন অথবা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকে একঘেয়ে লাগছে তারা আসতে পারেন অপার সম্ভবনাময় ভোলাগঞ্জের জিরো পয়েন্টের সাদাপাথরে।
এখানে আপনাকে আসতে হলে প্রথমে রাস্তার প্রসঙ্গ চলে আসে, সিলেট শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরত্ব। যেখানে আসতে হলে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে ২ ঘন্টা গাড়ীতে বসে থাকতে হবে আপনাকে। তবে এখানে পৌছলে আপনার ভাঙ্গাচোরার রাস্তার মধ্যে যে কষ্ট হবে সেটা হয়ত ভুলে যাবেন প্রকৃতির অপরুপ দৃশ্য দেখে।
বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে এবং সেই কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভোলাগঞ্জের নীল আকাশ, সাদা মেঘ আর মেঘালয় রাজ্যের খাসিয়া পর্বত এভাবেই একসাথে মিশে যেতে দেখা যায়। দেখলেই মন-প্রাণ জুড়িয়ে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়।
এখানকার গরমের সাথে বাতাসের গতি এবং আদ্রতাও বেশ উপভোগ করার মতো। মেঘালয়ের পর্বত ঘেঁষা ভৌগোলিক
পরিবেশ অনেকটাই প্রাকৃতিক দুর্যোগ মুক্ত। ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ পাথর কোয়ারীর জন্য এই এলাকা সারা দেশেই কম-বেশী
পরিচিত।
পাহাড়ী ঝরনাধারা থেকে সৃষ্ট ধলাই নদী ওপার ভারত থেকে ভোলাগঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। প্রতি বর্ষায় ধলাই নদীর স্রোতে ভারত থেকে নেমে আসে পাথরের ভান্ডার। ভোলাগঞ্জ সীমান্তে হাঁটুপানির ধলাই নদীতে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাথর। মনে হবে যেন ছবির মত সুন্দর। মুখ থেকে বেরিয়ে আসবে একটিই শব্দ ‘অসাধারণ’। দুরের পাহাড়গুলোর উপরে মেঘের ছড়াছড়ি, সাথে এক’দুটো ঝর্না। জাফলং এর মতোই ভোলাগঞ্জেও চলে পাথর উত্তোলনের কাজ। নদীর টলমলে হাটু পানির তলায় দেখা যায় বালুর গালিচা।
চিকমিক বালু আর ছোট বড় পাথর মিলে এখানে যেন তৈরি হয়েছে পাথরের রাজ্য। ভারতের শিলংয়ে এক সময় লোকজন এ রাস্তা দিয়েই যাতায়াত করতো। কালের পরিক্রমায় এখানে স্থাপিত হয়েছিল ভোলাগঞ্জ রোপওয়ে নামক রজ্জুপথ। তবে রজ্জুপথ দিয়ে বর্তমানে পাথর পরিবহন বন্ধ রয়েছে । রজ্জুপথ, পাথর কোয়ারি আর পাহাড়ী মনোলোভা দৃশ্য অবলোকনের জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে পর্যটকদের। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ধলাই নদীর উজানে ভারতের মেঘালয়ে। খাসিয়া জৈন্তিয়া পাহাড়ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম।
ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলি অবলোকন করা যায়। ভোলাগঞ্জ কোয়ারিতে শুষ্ক
মওসুমে প্রধানত সনাতন/ ম্যানুয়্যাল পদ্ধিতে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হয়। এ পদ্ধতিতে শ্রমিকরা প্রথমে কোয়ারীর ওপরের বালি অপসারণ করে। পর্যায়ক্রমে গর্ত খুঁড়ে নিচের দিকে যেতে থাকে। ১০-১১ ফুট নিচু গর্ত খোঁড়ার পর কোয়ারিতে
পানি উঠে যায়। এই পানি শ্যালো মেশিন দিয়ে অপসারণ করে পাথর উত্তোলন করা হয়। এর বাইরে বারকি নৌকা দিয়ে নদীর তলদেশ থেকেও পাথর উত্তোলন করা হয়। এই কোয়ারিতে প্রতিদিন সকাল- সন্ধ্যা অর্ধ লক্ষাধিক শ্রমিক পাথর উত্তোলনের কাজ
করে থাকেন।
সরজমিন ঘুরে দেখা যায়,এই ঈদে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত এই সাদা পাথর। মৌলভীবাজার থেকে বেড়াতে এসে আব্দুল্লাহ নামের এক পর্যটক বলেন,সত্যি কথা বলতে ভোলাগঞ্জের সাদাপাথর ও পরিবেশ খুবি ভাল, বেশ উপভোগ করছি।
সুইডেন থেকে আগত নারী সাংবাদিক জেনি বলেন, আমি পৃথিবীর বহু জায়গা দেখেছি কিন্তু এত সুন্দর জায়গা এই প্রথমবার দেখলাম,সত্যি উপভোগ করার মত একটি জায়গা।
কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের ভাইস- প্রেসিডেন্ট আমিনুল ইসলাম হামীম জানান,ভোলাগঞ্জের অপার সম্ভবনাময় স্থানটি যেন পর্যটন এলাকা হয় সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান জানান, চেরাপুঞ্জির ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে ধলাই নদীর উজান পানি অার সাদা পাথর মনোরম প্রকৃতি যা অামি নিজে দেখে মুগ্ধ হয়েছি।পর্যটন এলাকা হওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল লাইছ জানান, এই সাদা পাথর পর্যটকদের কাছে খুব পছন্দের একটি জায়গা,এটি যাতে রক্ষা হয় আর সুন্দরভাবে যেন গড়ে উঠে সেজন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আজকের স্বদেশ/জুয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD