
দিরাই সংবাদদাতা::
দিরাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, চলতি বছর দাখিল পরীক্ষার ফলাফলে দিরাই-শাল্লায় শীর্ষস্থান হওয়া রায়বাঙ্গালী শাহজালাল (রঃ) দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের অভিভাবকগণ নিজ নিজ ভোট প্রদান করেন। মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে (মনু-বোরহান) প্যানেল (মকসদ-ফরুক) প্যানেল কে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করে।
মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোট পেয়েছেন, (মনু-বোরহান) প্যানেলের মনু মিয়া-১০৩, বোরহান উদ্দিন-১০০, সফিক মিয়া-৯৬, সুফি মিয়া-৭০, ফাতেমা বেগম-১৭৬ এবং (মকসদ-ফরুক) প্যানেলের মকসদ মিয়া-০৩, ফরুক-০৩, হুমায়ুন-০৪, সিরা মিয়া-০০, সাহেদা বেগম-০৪ ভোট পেয়েছেন।
দিরাই উপজেলা প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
Leave a Reply