আজকের স্বদেশ ডেস্ক::
সাতক্ষীরার শ্যামনগরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতে ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত গৃহবধূ জেবুন্নেসা বেগম (৫০) একই গ্রামের আবদুল আজিজ সরদারের স্ত্রী ।শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলি জানান, রাতে দুর্বৃত্তরা গাছে চড়ে বাড়ির ছাদে উঠে ঘরে প্রবেশ করে।
পরে জেবুন্নেসার মুখে গেঞ্জি ঢুকিয়ে হত্যার পর কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার সময় আবদুল আজিজ বাড়ির বাইরে ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply