ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একটি ধর্ষণ মামলার আসামি গ্রেফতার না হওয়ায় বাদিকে মামলা তুলে নেয়ার হুমকিসহ সাক্ষিনীকে ব্যাপক মারধোর করেছে। এ ঘটনায় সাক্ষিনী পারভিন বেগম বাদি হয়ে ধর্ষকসহ ৫জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে সে বিদেশে পালিয়ে যাবার অপচেষ্ঠা চালাচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, গত ৯এপ্রিল রাত প্রায় ৮টায় দোলারবাজার ইউপির দক্ষিণ কুর্শি গ্রামের ছোট মিয়ার মেয়ে নাজমিন বেগম (১৮) ঘরের পেছনের টিবওয়েল থেকে পানি আনতে গেলে পাশের বাড়ির আব্দুল হকের পুত্র লম্পট ফয়ছল আহমদ (২৫) তাকে জোরপূর্বক তোলে নিয়ে যায়।
পরে বাড়ির পূর্বপাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। অনেক খোজাখুজির পর অচেতন অবস্থায় তাকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন।
এব্যাপারে নাজমিন বেগম বাদি হয়ে ছাতক থানায় মামলা নং ১৩, তাং ১১.০৪.২০১৮ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ৯(১) দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের পর থেকে আসামি গ্রেফতারে রহস্যজনক নীরবতায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
এদিকে, আসামি গ্রেফতার না হওয়ায় বাদিনীর ফুফু ও মামলার সাক্ষিনী পারভিন বেগম স্বামির বাড়ি থেকে পিত্রালয়ে বেড়াতে এসে ১৭এপ্রিল সকাল ৯টায় দক্ষিণ কুর্শি গ্রামের পূর্বদিকের সরকারি রাস্তা দিয়ে একই গ্রামের এক আত্মীয়ের বাড়ি যাবার পথে মামলার
প্রধান আসামি ধর্ষক ফয়ছল আহমদের বাড়ির সামনে আসলে তার নেতৃত্বে তারেক মিয়া, আফিয়া বেগম, মারজানা বেগম ও আব্দুল হক মিলে ব্যাপক মারধোর করে। এসময় পারভিন বেগমের কাছ থেকে স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়া হয়। পরে লোকজন তাকে ছাতক হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে পারভিন বেগম বাদি হয়ে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রায় দেড়মাসেও এটি রেকর্ড করা হয়নি। ফলে ধর্ষক ফয়ছল এখন বিদেশে পালিয়ে যাবার অপচেষ্ঠা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply