মোঃ আবুল কালাম জাকারিয়া::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আজ শুক্রবার শেষ রাতে ঐতিহাসিক সাচনা বাজার সিএনবি রোডে ৭/৮ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দোকানদারদের ভাষ্যমতে ভোর রাতে সেহরির সময় শেষ দিকে আগুন আগুন শোনে এদিক ওদিক দৌড়তে থাকে অনেকেই।
বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছিল অাগুন নিবাতে। কিন্তু কিছুতেই যেন আগুন থামছিল না। আনুমানিক ৩ ঘন্টা আগুন জ্বলে। বাজারে ফায়ারসার্ভিসের ব্যবস্থা না থাকায় সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানানোর পর, উনারা সুনামগঞ্জ ফায়ারসার্ভিসের কর্মকর্তাকে জানান।
সুনামগঞ্জ থেকে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রায় সকাল ৬ টায়। হতা হতের কোন কবর পাওয়া যায়নি। তবে খতি হয়েছে লক্ষ লক্ষ টাকার মালামালসহ দোকান ঘর।
প্রাচীন ঐতিহ্যবাহী ব্যবসায়ীক কেন্দ্র সাচনা বাজারে নেই ফায়ারসার্ভিস ব্যবস্থা। তাই মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ -১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ সুনামগঞ্জ জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন অত্র বাজারের সকল ব্যবসায়ী ও এলাকাবাসী।
আজকের স্বদেশ/জুয়েল
Leave a Reply