কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট ভোলাগঞ্জ ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি-পাথর উত্তোলন বন্ধ ও সেতুর স্থায়িত্ব রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর পূর্বপাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সচেতন ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের শুরুতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সংহতি প্রকাশ করা হয়। এরপর শুরু হয় মূল মানববন্ধন কর্মসূচি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফয়জুর রহমান, সিলেট এমসি কলেজের মো. নূর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান, নাহিদুল হক নোমান, তাজুল ইসলাম, আশরাফুলসহ আরও অনেকে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অফিস সম্পাদক ফখর উদ্দীন।
বক্তারা বলেন, ধলাই সেতু এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে এটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ সময় ব্যানারে লেখা ছিল, “ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি-পাথর বন্ধকরণ রক্ষার দাবিতে মানববন্ধন”। শ্লোগানও ছিল বেশ শক্তিশালী, যেমন “প্রশাসনের নাকের ডগায়, সেতুর ক্ষতি হবে কেন?” “ব্রিজের নিচে খনন চলে, প্রশাসন তুমি কি কর?” “প্রশাসন-জনতা ভাই ভাই, ব্রিজ রক্ষা করা চাই”।
মানববন্ধন শেষে সেতুতে পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। ১. মোবাইল কোর্ট পরিচালনা করে সেতুর নিচ থেকে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় আনা। ২. সেতুর নিরাপত্তায় নিয়মিত টহলের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বিজিবি ক্যাম্পের সহায়তা নিশ্চিত করা। ৩.সেতুর রক্ষণাবেক্ষণে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সঠিক তথ্যউপাত্ত সরবরাহ করা। ৪. সেতুর দুই পাশে ও পুরো সেতুতে আলোর ব্যবস্থা নিশ্চিত করা। ৫. প্রকৌশলীদের মাধ্যমে সেতুর বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণ করা।
বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply