বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৯৬৪ সালে প্রতিষ্ঠার হওয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি হওয়ার পর আগের পুরাতন ভবনে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। পুরাতন ভবনে রোগীরা ভয়ের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন। যে কোন সময় ভবনের ছাদ ধসে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা দেখা দিয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। ২০০৮ সাল থেকে প্রসাশনিক সহ গুরুত্বপূর্ণ কাজ আগের ভবনে চলতেছে।
খোজ খবর নিয়ে জানা যায়, নতুন ভবনে রোগীদের সেবা দিলেও পুরাতন ভবনে শিশু ও ডায়রিয়া ওয়ার্ড সহ শিশু ও মহিলা ওয়ার্ডের বিল্ডিয়ের ভবনে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবা গ্রহন করছেন জনসাধারন। ৩৬ হাজার ৮শত ২৭ বর্গ কিলোমিটারের উপজেলায় প্রায় ২ লক্ষ ৫৯ হাজার ৪৯০জন সাধারন একমাত্র এই উপজেলায় স্বাস্থ্য সেবা গ্রহন করে থাকেন। ছাদ সহ আশে পাশের দেয়াল ধসে বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে।
স্বাস্থ্য সেবা নিতে আসা জনসাধারন জানান, বিভিন্ন রোগ নিয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হই। আমাদের মনের মধ্যে ভয় থাকে যে কোন সময় ভবনের ছাদ থেকে ইটের টুকরো আমাদের মাথার মধ্যে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের রোগ তো কমবে না আরো মৃত্যু হওয়ার সম্ভবনা রয়েছে। সব সময় ভয়ের মধ্যে থাকি। আমাদের স্থানীয় মন্ত্রী মহোদয় সহ প্রধানমন্ত্রীর কাছে আবেদন দ্রুত সময়ে মধ্যে পুরতান ভবনটি ভেঙ্গে আরেকটি নতুন ভবন নিমার্ণ করে দেওয়া হউক।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. সায়খুল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স এর আমাদের পুরাতন প্রশাসনিক ভবনের জন্য কয়েক বার নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। শিশু ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড বেশি ঝুঁকিপুর্ণ বলা হয়েছে। আমাদের আরেকটি সমস্যা হল ২০০৮ সালে নতুন ভবন হওয়ার পর পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নাই। উপর থেকে ২য় তলা ও নিচের তলায় পানি চলে আসে আমাদের আইএমসি এ নামে একটি রুম রয়েছে পানি পরে পরিত্যক্ত হয়ে গেছে।
Leave a Reply