প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৯:২৩ পি.এম
ভোলাগঞ্জে পরিবেশবান্ধব পর্যটনের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
পর্যটনে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল ক্লাব (SAUEC) এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল-এর যৌথ উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর, সিলেট এর সহযোগিতায় শুক্রবার (১১জুলাই) ভোলাগঞ্জ পর্যটন এলাকায় আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ পরিবেশবান্ধব পর্যটন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য একটি প্রাথমিক কাঠামোর উদ্বোধন করেন। ভবিষ্যতে এখানে একটি পূর্ণাঙ্গ প্লাস্টিক ডাম্পিং জোন নির্মাণের পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্য উদ্যোগ ছিল “প্লাস্টিক দিন, গাছ নিন”— যেখানে ৫টি প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছ বিতরণ করা হয়। এছাড়া, প্লাস্টিক বর্জ্য পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হয়। ক্যাম্পেইনে প্রায় ৬০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। মিডিয়া পার্টনার, ঢাকা পোস্ট। সহযোগী প্রতিষ্ঠান, সেভরন বাংলাদেশ, সুইসকন্ট্যাক্ট, ইসলামিক রিলিফ বাংলাদেশ, ইয়ুথেট গ্লোবাল, মিশন গ্রিন বাংলাদেশ, সুরমা রিভার ওয়াটারকিপার।
উপাচার্য বলেন, শুধু সাদা পাথর নয়, সমগ্র দেশকে করতে হবে প্লাস্টিক দূষণমুক্ত। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠবে পরিবেশবান্ধব বাংলাদেশ। এই ক্যাম্পেইন তরুণদের মাধ্যমে টেকসই পরিবেশ উন্নয়নের বাস্তব প্রতিশ্রুতি হিসেবে চিহ্নিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2025 Ajker Shodesh আজকের স্বদেশ . All rights reserved.