শাহ এস এম ফরিদ:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪ টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর (ব্লকের) শ্যামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার এডিডি মো, ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র দাস, কৃষক নজেল মিয়া সহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় শ্যামার গাঁও গ্রামের কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply