প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৩৯ পি.এম
কোম্পানীগঞ্জে ব্যবসায়ী আব্দুল বারিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া বদিকোনা গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বারিক আর নেই। সোমবার (৩০ জুন) ভোর ৪টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ৪ছেলে ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সোমবার (৩০ জুন) বাদ যোহর স্থানীয় পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা জানাজায় অংশ গ্রহণ করেন। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম আব্দুল বারিক এলাকায় একজন ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পিতা মরহুম মাছিম আলী তৎকালীন অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিকের
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক গোলাম সারোয়ার, বার্তা সম্পাদক জুয়েল আহমদ।
ই-মেইল: ajkershodesh@gmail.com
প্রধান কার্যালয়: ব্যাংক প্লাজা, রানীগঞ্জ বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
Copyright © 2025 Ajker Shodesh আজকের স্বদেশ . All rights reserved.