মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরীর উপর গতকাল রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার দুপুর ২.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোশাররফ হোসেন বাদশার সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য মতিন বক্স, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, আবুল কালাম বেলাল, বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, আব্দুল হক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, যুবনেতা এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান জুনেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়া, মোজাম্মেল হক সাজু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ, প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার ভিতর সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য মৌলভীবাজার পুলিশ প্রশাসনের নিকট আহবান জানান। অন্যতায় আগামীতে আরোও কঠিন কমর্সুচী গ্রহন করা হবে এবং বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply