কানাইঘাট প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ বলেছেন,’বর্তমান সরকার এত অপকর্ম করেছে যে, আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সংবিধানের দোহাই দিচ্ছে।’
তিনি বলেন, ‘এই সরকার ওলামায়ে কেরাম এবং বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে রেখেছে। আলেমদেরকে ডান্ডা-বেড়ি পরিয়ে আদালতে তোলা হচ্ছে। এর খেসারত সরকারকে দিতেই হবে। আমি আলিম-উলামা ও রাজনৈতিক নেতা- কর্মীদেরকে অবিলম্বে মুক্তির জোর দাবী জানাচ্ছি।’
তিনি আজ বিকেলে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি মাওলানা বজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন,
‘স্বাধীনতার পর থেকে অব্যাহত ভাবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করা যাচ্ছেনা। দুর্নীতির লাগাম কারো পক্ষে টেনে ধরা সম্ভব হচ্ছেনা। আজ পর্যন্ত এদেশে স্বাধীন নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় বলেই দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন মানছেনা। আমরা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণের পছন্দের জনপ্রতিনিধি দ্বারা এদেশ ও সরকার পরিচালিত হবে। তাই অবিলম্বে জনদাবী মেনে নিন।নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে সরে পড়ুন। দেশকে সংঘাত ও অশান্তি থেকে রক্ষা করুন।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী,জেলা নির্বাহী সদস্য মাওলানা আবদুস সালাম, হেফাজত নেতা মাওলানা হিফজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন, ইঞ্জিনিয়ার কাওসার আহমদ, মাওলানা আবদুশ শাকুর, মাওলানা জামিল আহমদ, মাওলানা আবদুর রব,জাকারিয়া আহমদ, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা হারুনুর রশীদ, ছাত্রনেতা ছাইদুর রহমান প্রমূখ।
সমাবেশে কানাইঘাট-দরবস্ত সড়ক, বুরহান উদ্দিন রোড ও কানাইঘাট-শাহবাগ রোড আশু সংস্কারের দাবী জানানো হয়।
Leave a Reply