কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও র্যালি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ বিভিন্ন অনুষ্ঠান হয় দিবসটি উপলক্ষে। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, উপজেলা ই-সার্ভিস অফিসার নাঈম হাসান, উপজেলা তথ্য আপা রোখসানা আক্তার রত্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, আব্দুল জলিল, সাদা পাথর ফটোগ্রাফি ক্লাবের সভাপতি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ, সিনিয়র সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply