কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
সিলেটের কোম্পানীগঞ্জে পিয়াইন নদীতে ডুবে আরিফুল ইসলাম নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ফেদারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
শিশুটির পরিবার জানায়, দুপুরে শিশু আরিফুলকে নিয়ে বাড়ির পাশের পিয়াইন নদীতে গোসল করতে যান মা খাজুরুন। এ সময় অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। কিছু সময় পর জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। বিকেলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply