শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাহারি সাজের ১২টি নৌকার অংশগ্রহণে শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরে দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী পুরুষ, কিশোর- কিশোরীসহ প্রায় ১০ হাজার মানুষ সমবেত হয়েছেন। মন খুলে, নেচে-গেয়ে উপভোগ করছেন নৌকা বাইচ প্রতিযোগিতা।
‘কোন মিস্ত্ররী নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও…। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এমন গানের সুরে সুরে প্রতিধ্বনিত হয়েছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওর। আবহমান কালের গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে মঙ্গলবার দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বীরগাওয়ের গ্রামবাসী। ফলে উৎসবের আমেজ বইছিল এ হাওরের চারপাশ।
আকর্ষণীয় সাজে লগি-বৈঠা সহ সোনার তরী, বীর পবন ও বীর বাংলা বাহারী নাম উল্লেখ করে সুনামগঞ্জে বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১২টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেয়। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে আসা সাধারণ মানুষ জানান, সত্যি খুব আনন্দ লাগছে। আমরা চাই গ্রাম বাংলার এই এতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা যেন প্রতি বছর আয়োজন করা হয়।
তবে আয়োজন কমিটির সদস্য শহীদনূর আহমেদ বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে। সেজন্য আমরা গ্রামবাসী প্রতিযোগীতার মাধ্যমে এ ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি।
প্রতিযোগীতা ১২টি অংশগ্রহণকারী নৌকার মধ্যে ১ম বিজয়ী সোনার তরী নৌকাকে ১০০ সিসি মোটরসাইকেল, ২য় বিজয়ী বীর পবনকে একটি ফ্রিজ ও ৩য় বিজয়ী স্বপ্নের তরীকে একটি রঙিন টিভি দেওয়া হয়েছে।
Leave a Reply