বিশেষ প্রতিনিধি::
সিলেট মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সুবেদুর রহমান মুন্না দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
এ কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন সাবেক ছাত্রনেতা সুবেদুর রহমান মুন্না। এরআগে তিনি সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যের, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্টাকালীন আহ্বায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালনসহ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সুবেদুর রহমান মুন্না সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের বাসিন্দা হলেও ছোটবেলা থেকে সিলেট নগরিতে বেড়ে উঠা। কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হওয়ায় তিনি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া সিলেট মহানগর যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক এর প্রতি ও কৃতজ্ঞতা জানান তিনি। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান মুন্না।
প্রসঙ্গত- ২০১৯ সালের ২৯শে জুলাই সরাসরি ভোটের মাধ্যমে সিলেট মহানগর যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। যুবলীগের মধ্যে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। এতে সভাপতি হয়েছিলেন সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক হন সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার। এই দুই নেতাই ‘দ্রুততম সময়ে’ কমিটি গঠনের কথা থাকলে ও করুনা মহামারী ও বন্যার কারনে পার করে দেন ৪ বছর।
Leave a Reply