সুনামগঞ্জ প্রতিনিধি::
মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভুষন তালুকদার’কে হেনস্তা করার প্রতিবাদে এবং ম্যানেজিং কমিটির সভাপতি’র পদত্যাগসহ উক্ত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম ও তাঁর পকেটে থাকা ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার ১২টায় শুরু হওয়া মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ম্যানেজিং কমিটির সদস্য উপস্থিত থেকে ঘটনা নিন্দা জানান।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী রূপম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডা: বাদল বর্মন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিন মিয়া, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু দাস, প্রাক্তন শিক্ষার্থী সবুজ মিয়া,মহিবুর রহমান, পিনাক তালুকদার, প্রলয় তালুকদার রুবেল, রাজীব বিশ্বাস, তোফাজ্জল মল্লিক, ধীরাজ দাস প্রমুখ।
চলমান অদক্ষ ক্ষমতালোভী ম্যানেজিং কমিটি বাতিলের দাবি করে বক্তারা বলেন, গত নভেম্বর মাসে সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হওয়া ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম’র নেতৃত্বে নানানভাবে বিদ্যাপিঠকে অস্থির করে তুলছে। ক্ষমতা দেখাতে গিয়ে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নি বলে জানান বক্তারা।
বক্তারা দাবি করেন ম্যানেজিং কমিটি হুমকি ধামকির মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে গত শুক্রবার ( ১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত প্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদার কে সরিয়ে সঞ্জীবন রায়কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে জোর করে প্রধান শিক্ষকের চেয়ারে বসায়, যেটি কোনো ভাবেই গ্রহনযোগ্য নয়!
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডা: রবীন্দ্র বর্মন জানান,’ বর্তমান কমিটি নানান অপকর্মের সঙ্গে যুক্ত আর এই অপকর্মের সঙ্গে কিছু শিক্ষকে যুক্ত হচ্ছেন। তাই এই কমিটি বাতিল করে স্কুলের পরিবেশ ঠিক করতে হবে।
বক্তারা এসময় বলের ভারপ্রাপ্ত প্রধান হতে অতিউৎসাহী জুনিয়র শিক্ষক সঞ্জীবন রায় গাঁজা সেবন করেন এবং মেয়ে শিক্ষার্থীদের ইনবক্সে নানান অনৈতিক কথা-বার্তা বলেন অন্যদিকে দুষ্টচক্রের সঙ্গে যুক্ত স্কুলের মওলবী শিক্ষক আলামিন ক্লাসের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলেন। তাই সবাই একেই চক্রে যুক্ত হয়ে ১৯৯৬ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত থাকা বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র ভূষণ তালুকদারকে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং নানান ভাবে অপদস্থ করে!
আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় ঘোষণাদেন যদি অনতিবিলম্বে এই ম্যানেজিং কমিটি বাতিল করা হয় এবং যে সকল শিক্ষক এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অপসারণ না করলে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা সারাদেশে আন্দোলন গড়ে তুলবে।
Leave a Reply